• Satkhira
  • +8801835017232
  • Experimental work is underway.

সন্ধায় আমরা সবাই মিলে

সন্ধায় আমরা সবাই মিলে

কারাঙ্গা ক্যাম্পের রাতটা সহজ ছিল না। ঠান্ডা তো বেড়েছেই। রাতে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে। সেই সঙ্গে আছে ঝোড়ো হাওয়া। তাঁবুর ভেতরে শুয়ে মনে হচ্ছিল যেকোনো সময় তাঁবুটা ঝোড়ো বাতাসে উড়ে যেতে পারে। এ অবস্থায় ঘুমাব কী করে? সকালের আরোহণ আর সারা দিনের ট্রেকের ক্লান্তি ঠিকই একসময় ঘুম এনে দেয়। এমনিতেই রাতে কয়েকবার ঘুম ভেঙে যায় আমার। তখন প্রথমেই বুঝে নিই, মাথার ওপর তাঁবু ঠিকঠাক আছে কি না। ভোরে যখন উঠি তখন চারদিক শান্ত। বাতাস হয়েছে মৃদু।

ট্রেকের ষষ্ঠ দিন অর্থাৎ ৩ আগস্ট আমরা বারাফু ক্যাম্পের দিকে যাত্রা করি। সকালে কারাঙ্গা ক্যাম্প থেকে রওনা হয়ে দুপুরের মধ্যেই চলে আসি বারাফু ক্যাম্পে। ৪ হাজার ৬৭৩ মিটার উচ্চতায়। বারাফু শব্দের অর্থ বরফ। তার মানে একসময় এ অঞ্চল বরফে ঢাকা ছিল। এখন তুষারপাত কমেছে। কিলিমানজারোর তুষার গলে গলে প্রায় বিলীন হয়ে গেছে।

এটাও আলপাইন ডেজার্ট এরিয়া। যে জায়গাটায় আমাদের তাঁবু বসানো হয়েছে, তা খুবই উঁচু-নিচু। পায়ের নিচে শুকনো মাটি ও চূর্ণ পাথর। ডাইনিং তাঁবু থেকে নিজের তাঁবুতে যাওয়া মানে একটা কঠিন ট্রেক। মনে হলো দুহাতে ট্রেকিং পোল থাকলে সুবিধা হতো।